সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে: তারেক রহমান

২১ আগস্ট গ্রেনেড হামলা: ৪৯ আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি মঙ্গলবার
২১ আগস্ট গ্রেনেড হামলা: ৪৯ আসামি খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি মঙ্গলবার |
0

সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোনোভাবেই যেন স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে সে দিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আজ (শনিবার, ২২ মার্চ) বিকেলে রাজধানীর একটি হোটেলে রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ১২ জোটের উদ্যোগে আয়োজনে একটি হোটেলে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘যে ঐক্য নিয়ে শেখ হাসিনার পতন হয়েছে, সেই ঐক্য ধরে রাখতে হবে। কোনোভাবেই যেন স্বৈরাচার মাথাচাড়া না দিতে পারে।’

হুঁশিয়ারি দিয়ে তারেক রহমান বলেন, 'আওয়ামী লীগের সময় প্রশাসনের দলীয়করণ হয়েছে। যারা এর সাথে জড়িত তাদের শাস্তির আওতায় আনতে হবে।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্র মানে নির্ভয়ে নির্বাচনে ভোট দেয়া। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করা হচ্ছে। যা শেষ হয়ে যায় তা সংস্কার না, সংস্কার একটি চলমান প্রক্রিয়া।’

সেজু