দুই উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম গণঅধিকার পরিষদের

দুই উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম গণঅধিকার পরিষদের | এখন
0

আগামী ১৫ দিনের মধ্যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি ও প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে গণঅধিকার পরিষদ।

ছাত্র উপদেষ্টা ও কথিত সমন্বয়কদের অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনে এই দাবি করেন গণ অধিকার পরিষদের নেতারা।

আজ (মঙ্গলবার, ১৮ মার্চ) দুপুরে বিজয়নগরে দলটির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘বিগত ৭ মাসে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে।’

তিনি বলেন, ‘নতুন রাজনৈতিক দল গঠন ও নাহিদ ইসলামের পদত্যাগের মধ্য দিয়ে ছাত্রদের বাকি দুজন উপদেষ্টা সরকারে থাকার নৈতিকতা হারিয়েছে।’

এছাড়াও উপদেষ্টারা আওয়ামীপন্থি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা এনে দল গঠনের পাশাপাশি আওয়ামী লীগকে নগ্নভাবে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিগত ৭ মাসে ওয়াসাসহ বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগে ছাত্র উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের অর্থ লেনদেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও অভিযোগ করেন নেতারা। অনতিবিলম্বে এসব নিয়োগ বাতিলের দাবি জানায় গণঅধিকার পরিষদ।

ইএ