আজ (শনিবার, ১৫ মার্চ) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী।
ইফতারে বিএনপি নেতা মির্জা আব্বাস, খেলাফত ইসলামির আমির মওলানা মামুনুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকীসহ বিশিষ্ট রাজনৈতিক নেতারা উপস্থিত ছিল।
এসময় ২০২৪ এর রোজায় জামায়াত ইসলামীকে ইফতার অনুষ্ঠান না করতে দেয়ার আক্ষেপ করেন জামায়াত আমির।
নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, 'সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত ইসলাম। তবে সেটা অসীম নয়। জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিও করেন আমির।'
সাম্প্রতিক দেশের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, 'বরগুনায় ধর্ষণের মামলা করার কারণে ধর্ষিতার বাবাকে হত্যার নিন্দা ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।'