আজ (মঙ্গলবার, ১১ মার্চ) সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, 'বিগত ১৫ বছর স্বৈরাচারী শেখ হাসিনা কোথাও কথা বলতে দেয়নি। কোনো ইসলামী সভা করতে দেয়নি। ৫ আগস্ট ছাত্র জনতার রোষানলে পড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা অন্যায় ভাবে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ সকল জাতীয় নেতাদের মিথ্যা মামলায় পাতানো রায়ে সাজা দিয়েছিল। আমাকেও মিথ্যা মামলায় ৭০ বছর সাজা দিয়েছিল। আমার সাথে জেলে থাকা ৫০ জনের মধ্যে ৪ জন জেলা হাজতেই মারা গিয়েছে। শেখ হাসিনা দীর্ঘ ১৫ বছর দেশে খুন গুমের রাজত্ব কায়েম করেছিল। এখন আর খুন গুমের কোনো সুযোগ নেই।'
হাবিবুল ইসলাম হাবিব বলেন, 'দেশে বর্তমান সরকার সংস্কার কাজ করছেন। আমরাও সংস্কার চাই তবে ন্যূনতম সংস্কার করে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। কারণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দীর্ঘদিন ধরে বিএনপিসহ সমমনা দলগুলো আন্দোলন করেছে।'
এ সময় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।