আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর এক ইফতার পার্টিতে তিনি এসব কথা বলেন।
এসময় সাংবাদিকদের উদ্দেশে তিনি আরো বলেন, 'বিগত আন্দোলনে, সংগ্রামের সাংবাদিকদের বিশাল ভূমিকা ছিল। আগামীতেও সেটি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।'
নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করেই আগামী নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। সেই পরিবেশ নিশ্চিত করতে সময় দিতে রাজি জামায়াতে ইসলামী।
এছাড়াও ২৪এর আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে মানুষ, তা মাত্র ছয় মাসের ব্যবধানে অনেকটাই ফিকে হয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি।