'বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে'

দেশে এখন
রাজনীতি
0

দলীয় আক্রোশের শিকার হওয়ায় পুরানো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত না করে বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

আজ (সোমবার, ৩ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিতে অবস্থান ধর্মঘটের সাথে সংহতি প্রকাশ করতে এসে এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, 'অনশনরত শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে না হলে শিক্ষাক্রম ক্ষতিগ্রস্ত হবে।'

সমস্যা সমাধানে দ্রুত দাবি মেনে নেয়ার সাথে আওয়ামী লীগ আমলে লুটপাটের টাকা উদ্ধার করে সেই টাকা দিয়ে শিক্ষকদের বেতন দেয়ার অনুরোধ জানান তিনি।

অন্তর্বর্তী সরকার দ্রুত শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনার উদ্যোগ না নিলে শিক্ষকদের নিয়ে কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

ইএ