জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অপেক্ষা

রাজনীতি
0

আত্মপ্রকাশের অপেক্ষায় আছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। আজ (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি) বিকেলে এ দলটির আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে গতকাল (বৃহস্পতিবার) রাত থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে নানা আয়োজন চলছে।

নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন নাহিদ ইসলাম। সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।

এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে থাকবে ১৫১ জন। নতুন দলে কে কোন দায়িত্ব পাচ্ছেন সে বিষয়েও বিস্তারিত জানানো হবে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের সকল মানুষকে আমন্ত্রণ জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব।

এসময় তিনি সকল ধর্ম-বর্ণের মানুষকে পাশে পাবেন বলেও আশা প্রকাশ করেন।

এসএস