নতুন দলটির মুখ্য সমন্বয়ক হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
এছাড়া দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এসেছে সামান্তা শারমিন ও তাসনীম জারার নাম। সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদে রয়েছেন আরিফুল ইসলাম আদিব ও নুসরাত তাবাসসুম।
এছাড়া যুগ্ম সদস্য সচিব হচ্ছেন আতাউল্লাহ ও আকরাম হোসাইন, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। আর দপ্তর সম্পাদকে নাম রয়েছে সালেহ উদ্দিন সিফাত ও তরিকুল ইসলাম। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলে জানা গেছে।
নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে 'জাতীয় নাগরিক পার্টি'-এর আত্মপ্রকাশ হচ্ছে আগামীকাল (শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি)। এদিন বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দলটির আত্মপ্রকাশ হবে।
আরো পড়ুন:
নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জানা গেছে, সব ধর্ম, জাতি, গোষ্ঠীর অংশ নিশ্চিত করে গঠিত হচ্ছে দলটির কেন্দ্রীয় কমিটি। তবে নেতৃত্বে বিরোধের জেরে নতুন দলে যোগ দিচ্ছে না ইসলামী ছাত্রশিবির থেকে আসা নাগরিক কমিটির কেন্দ্রীয় কয়েকজন নেতা।
নতুন রাজনৈতিক দলের ১৫১ জনের কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব নিচ্ছেন সদ্য পদত্যাগ করা উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আখতার হোসেন। অঞ্চলভেদে মুখ্য সংগঠক পদে দায়িত্ব পাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম এবং মূখ্য সমন্বয়কারী হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে অন্যান্য শীর্ষ পদের জন্য চলছে শেষ মুহূর্তের বোঝাপড়া।