এদিকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রসঙ্গে তারা বলেন, পরিস্থিতি অস্বাভাবিক হবার আগে তাকে মুক্তি দিতে হবে নয়তো কোটি মানুষ নিয়ে স্বেচ্ছায় জেলে যাবেন জামায়াতের আমীর।
অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে জামায়াতে ইসলামী। এ উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।
জামায়াতের আমীর বলেন, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তারা মারা যাননি, তারা জাতির হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততোদিন ভাষা শহীদরা জাতির স্মরণে অমর হয়ে থাকবেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বায়ান্ন আমাদের শিক্ষা দিয়ে যায় যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ। যেখান সন্ত্রাস, ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ। ইতিহাসের পালা বদলে পরাজিত শক্তি আবার দাঁতে কামড় দিয়ে ফেরার চেষ্টা করছে।’
প্রেসক্লাবে জামায়াতের অনুষ্ঠানে আমীর বলেন, ভাষা আন্দোলনের ইতিহাসও বিকৃত করা হয়েছে গোলাম আযম ও তমুদ্দুন মজলিসের অবদান কেউ স্বীকার করতে চায় না। কেউ খেলতে চাইলে জামায়াত দাবার গুটি হবে না বলেও জানান দলটির আমির।
আরো পড়ুন: ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
ডা. শফিকুর রহমান বলেন, 'অধ্যাপক গোলাম আযমের যতটুকু অবদান ততটুকু দিতে সমস্যা কী? বিচার প্রতি আব্দুর রহমান চৌধুরি তিনি ভাষা আন্দোলনের স্মারক ড্রাফট করেছে তাকে কোথাও স্বীকৃতি কেন দেয়া হচ্ছে না? তারা ইতিহাস থেকে বিলীন কেন? আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না।'
এদিকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির প্রসঙ্গে ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ার দিয়ে বলেন, পরিস্থিতি অস্বাভাবিক হবার আগে তাকে মুক্তি দিতে হবে নয়তো কোটি মানুষ নিয়ে স্বেচ্ছায় জেলে যাবেন জামায়াতের আমির।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমরা বর্তমান সরকারকে স্পষ্ট করে বলছি আমীরে জামায়াত আদালত প্রাঙ্গণে যাবার আগেই গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমীরে জামায়াতের সামনে এসে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে জেলে যাবো কিন্তু আমাদের আমীরে জামায়াতকে একটা স্পর্শ কাউকে করতে দিবো না।’
আরো পড়ুন: ফ্যাসিবাদের মৃত্যু অনিবার্য: ডা. শফিকুর রহমান
এদিকে জামায়েতের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আলোচনা সভায় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘মৌলিক সংস্কার ছাড়া কোন নির্বাচন করা যাবে না, নির্বাচন করলে সবার আগে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে।’