'আজহারুল ইসলামের মুক্তি না দিলে প্রয়োজনে আবারো রাজপথে নেমে আসবো'

এখন জনপদে
রাজনীতি
0

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম বলেছেন, জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটি এম আজহারুল ইসলামের মুক্তি, জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে না দিলে আমরা প্রয়োজনে আবারো রাজপথে নেমে আসবো।

আজ (মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি) বিকেলে এটি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নোয়াখালীতে জামায়াতে ইসলামীর আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

এ টি এম মাছুম বলেন, 'বিশ্বের জনগণ এটা জানে আজ থেকে ১৩ বছর আগে স্বৈরাচারী হাসিনার অন্যায়, জুলুম, নির্যাতনের প্রতিবাদ করার কারণে এটিএম আজহারুল ইসলামকে কারাগারে যেতে হয়েছে। একটি জালেম স্বৈরাচারী সরকারের কাছে এর চেয়ে বেশি কিছু আমরা আশা করি নাই। ৫ আগস্টের পরে এখন কি জালেমের কারাগার অব্যাহত থাকবে? স্বৈরাচারের কারাগার কী অব্যাহত থাকবে? মজলুম কি মুক্তি পাবে না? ছয় মাস চলে গিয়েছে এখনো এটিএম আজহারুল ইসলামকে এই সরকার মুক্তি দেয়নি। কেন দেয়নি এটা আমাদের প্রশ্ন। কোনো কারণে তার মুক্তি ঠেকিয়ে রাখা হয়েছে?'

তিনি আরো বলেন, 'বাংলাদেশে যুদ্ধাপরাধের যে বিচার হয়েছে আপনারা সেই বিচার সম্পর্কে জানেন। দেশের আইনে এবং আন্তর্জাতিক আইনে এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল কোনোভাবেই উত্তীর্ণ নয়। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নামে কতগুলো সৎ, ধর্মভীরু, মানুষের কল্যাণে যারা আজীবন কাজ করে গেছে তাদেরকে গ্রেপ্তার করে অন্যায় ভাবে ফাঁসি দেয়া হয়েছে, বিচারের নামে হত্যা করা হয়েছে। তারা ন্যায় বিচার পাইনি। এদেশের মানুষ সেটার সাক্ষী।'

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ২৮ অক্টোবর কেএম নূরুল হুদার কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

আওয়ামী লীগ সরকার বিগত ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর জামায়াতের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসায় ফেরার পথে সংগঠনের তখনকার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

পরে জামিনে বের হয়ে বাসায় অবস্থানকালে ২০১২ সালে ২২ অগাস্ট তাকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়।

ইএ