'শেখ হাসিনার স্থান বাংলাদেশেও নাই ভারতেও নাই, দুনিয়ার কোথাও নাই'

এখন জনপদে
রাজনীতি
0

বিএনপির জাতীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স বলেছেন, শেখ হাসিনার স্থান বাংলাদেশেও নাই ভারতেও নাই, দুনিয়ার কোথাও নাই। তিনি বলেন, 'জাতিসংঘের রিপোর্টে স্পষ্ট উল্লেখ রয়েছে হাসিনার নির্দেশে খুন হয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত খুনি হাসিনাকে অবিলম্বে ফেরত চাই, বাংলাদেশের মাটিতে তার বিচার হবেই, কোন ক্ষমা নাই।'

আজ (সোমবার, ১৭ ফেব্রুয়ারি) বিকালে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া কালেক্টরেট প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'মিথ্যা মামলা দিয়ে ২৫ মাস জেলে রেখে হাসিনা খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। গত ৫ আগস্ট বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে। হাসিনা বাংলাদেশেই থাকতে পারে নাই। ভারতে আশ্রিতা হয়ে রয়েছে।'

যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স বলেন, 'বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আজকে আওয়ামী লীগ নাই কিন্তু তার রেখে যাওয়া সিন্ডিকেট এখনো রয়ে গেছে। বর্তমান যে সময় চলছে স্পর্শকাতর সময়। মানুষের পেটে লাথি মেরে আওয়ামী লীগ আঙুল ফুলে কলাগাছ হয়েছে। জনগণ গরিব থেকে আরো গরিব হয়েছে।'

তিনি বলেন, 'আমরা আশা করেছিলাম এই অন্তর্বর্তী সরকার সেই সিন্ডিকেট ভাঙবে। কিন্তু পারেনি। অনতিবিলম্বে সিন্ডিকেট ভাঙতে হবে। চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের শাসনে আনতে হবে। বিএনপি জনগণের দল, জনগণের কাছে ওয়াদাবদ্ধ, জনগণকে নিয়েই এই দলের কাজ। আমরা সরকারকে বলেছিলাম যৌক্তিক সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন। কিন্তু আমরা গত ৬ মাসে কোনো রোডম্যাপ পাইনি।

ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। এই ফ্যাসিবাদের বিচারও করতে হবে বাংলাদেশে এনে বলেও জানান তিনি।

তিনি অন্তর্বর্তী সরকারের দিকে প্রশ্ন রেখে বলেন, 'কেন ওবায়দুল কাদেরের মতো শয়তানকে ধরা হলো না? ৬ মাস পরে কেন ডেভিল হান্ট। ওবায়দুল কাদেরদের মতো শয়তানরা পালিয়ে গেলে পরে কেন? এই অভিযান সফল করতে হলে আওয়ামী লীগের দোসরদের ধরতে হবে। আর কাল বিলম্ব না করে দ্রত আইনশৃঙ্খলার উন্নীত করেন। চাঁদাবাজি বন্ধ করেন। সতর্ক হোন, ব্যবস্থা নিন।'

সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলারির সঞ্চালনায় সভাপতিত্ব করেছেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. অধ্যাপক মো. আনোয়ারুল হক।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহিন, সাবেক জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, অ্যাডভোকেট মাহফুজুল হক প্রমুখ।

ইএ