আ.লীগের নিবন্ধন বাতিলের আহ্বান নাসিরুদ্দিন পাটোয়ারীর

রাজনীতি
0

নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, এটা না করা হলে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে দেশ। আজ (শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনের আগেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। তা না হলে দেশ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘৪৭ ও ৭১ এ মুক্তির সুযোগ এলেও কিছু দল এদেশের মানুষকে দাসে পরিণত করেছিল। ব্রিটিশরা যেরকম হিন্দু-মুসলমান বিভাজন করে রাখত, এখন হেফাজত-জামায়াতকে বিভাজিত করে রাখার চেষ্টা হচ্ছে।

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘ছাত্র নাগরিকের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল আসবে সেখানে আদর্শিক বিভাজন থাকবে না।’ আওয়ামী লীগের বিচারের দাবিতে সবাইকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

এএম