আজ (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সূত্রাপুর থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন।
এসময় তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, 'তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কারণে আওয়ামী লীগ ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে বাতিল করেছিল আওয়ামী লীগ।'
তিনি বলেন, 'দেশে বিদ্যমান রাষ্ট্রকাঠামো ধ্বংস করে দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চলেছিল শেখ হাসিনা। কর্মশালায় বিএনপির ৩১ দফা বিশ্লেষণসহ পাঠ করে শোনান তিনি।'
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, 'বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পূর্ণ স্বাধীনতা পাবে।'
এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ সূত্রাপুর থানার নেতৃবৃন্দ।