আয়নাঘর

মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিচারের দাবি ইশরাকের
আয়নাঘর আওয়ামী লীগের গর্হিত অপরাধ। মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিচারের করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

কবরের আরেক রূপ আয়নাঘর: প্রমাণ মোছার চেষ্টায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা
কবরের চেয়েও সরু দুই বাই চার ফুটের আয়নাঘর, বিভীষিকাময় কক্ষগুলোতে পাশবিক নির্যাতন চলতো গুম করে রাখা মানুষদের ওপর। পাশাপাশি কক্ষে ছিলেন পরিচিতজনরা, কিন্তু জানতেন না কেউই। পূর্ব-পশ্চিম উত্তর-দক্ষিণ কোনো দিকই চেনার উপায় ছিল না আয়নাঘরের ভেতর থেকে। কচুক্ষেতের আয়নাঘরে বন্দী ছিলেন আমান আজমী, হুম্মাম কাদের চৌধুরী, উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। আর উত্তরার আয়নাঘরে রাখা হয়েছিল মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানকে। তবে গেল ছয়মাসে কক্ষগুলো ভেঙেচুরে প্রমাণ মোছার চেষ্টায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। তবে যতটুকু আছে, তা দিয়েই জড়িতদের বিচার সম্ভব বলে মনে করেন তারা।