বান্দরবানে জেলা বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল

এখন জনপদে
রাজনীতি
0

বান্দরবান পার্বত্য জেলায় নবগঠিত বিএনপির কমিটিতে সাচিং প্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্য সচিব নির্বাচিত করায় আনন্দ মিছিল করেছেন সদর উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিল করা হয়।

মিছিল শেষে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জামান।

বান্দরবান জেলায় নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার পর বান্দরবানে ৭ উপজেলায় এই আনন্দ মিছিল করছে বিএনপির নেতৃবৃন্দ।

রোববার (২ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটির কথা জানানো হয়। এতে সাচিংপ্রু জেরীকে আহ্বায়ক ও জাবেদ রেজাকে সদস্য সচিব করে পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়।

বান্দরবানে দীর্ঘ সাত বছর পর বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্তৃক বান্দরবানে নবগঠিত কমিটি ঘোষণার পর জেলা ও উপজেলা বিএনপি নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আনন্দ মেতে ওঠে।

দলকে চাঙ্গা করতে সকলে একসাথে কাজ করার সুযোগ তৈরি হবে বলে নেতাকর্মীদের মধ্যে অনেকেই আনন্দ মিছিলে আশাবাদ ব্যক্ত করছেন।

ইএ