সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
দেশের সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে দ্রুত নির্বাচন দরকার করে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বাড়ানো অন্তর্বর্তী সরকারের গণবিরোধী সিদ্ধান্ত। মানুষ কষ্ট পাচ্ছে। প্রতিদিন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। মানুষের নাভিশ্বাস উঠে যাবে গ্যাস, পণ্যের দর বাড়তে থাকলে।’
এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, না হলে আতঙ্ক তৈরি হবে। গণতন্ত্রের যাত্রা পথ যেন বাধার মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে।’