গণহত্যাসহ দেশের প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে: জামায়াত আমীর

এখন জনপদে
রাজনীতি
0

গণহত্যাসহ দেশের প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মী সম্মেলন এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘জামায়াতের কোনো নেতাকর্মী চাঁদাবাজি ও মামলা বাণিজ্য করে না। তারা সত্য ও ন্যায়ের পথে চলে।’

তিনি আরো বলেন, ‘গণহত্যাসহ দেশের প্রতিটি অন্যায়ের বিচার নিশ্চিত করতে হবে।’

এর আগে সকাল থেকে সম্মেলনে যোগ দিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সম্মেলন স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

এএম