আজ (রোববার, ১৯ জানুয়ারি) বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপি আয়োজিত জনসভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই দেশটাকে আধিপত্যবাদি ভারতের হাত থেকে রক্ষা ও গণতন্ত্রের জন্য বিএনপির জন্ম হয়েছে। আওয়ামী লীগ গত ১৫ বছর ক্ষমতায় ছিল জনগণের ভোটে নয়, প্রতিবেশী রাষ্ট্রের হুকুমে। আর ক্ষমতায় বসে দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে।’
আব্দুস সালাম বলেন, ‘এ দেশটা যখন সংকটে পড়েছিলো তখন জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিলো। ৭৫ পরবর্তী সংকটের সময় এদেশের জনগণ জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছিলো।’
আগামী তে নির্বাচন হবে সেই নির্বাচন যারা ঠেকাতে চান তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যখনই নির্বাচন হোক না কেন বিএনপি জয় লাভ করবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, বেলকুচি উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম গোলাম ও উপজেলার সাবেক সভাপতি জামাল উদ্দিন ভূইয়া।