আজ (শনিবার, ৪ জানুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কলেজ মাঠে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা।
তিনি বলেন, ‘ইনসাফ ও ন্যায়ভিত্তিক দেশ গড়তে বাংলাদেশ জামায়াত ইসলামীর বিকল্প নেই।’
সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আমীর মওলানা আবুল হাশেম। সকাল নয়টা থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এর আগে, শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের আমির।