রাজনীতি
0

দীর্ঘ ১৫ বছর পর রাজধানীতে প্রকাশ্যে শিবিরের সদস্য সম্মেলন

দীর্ঘ ১৫ বছর পর রাজধানীতে প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের। আজ (মঙ্গলবার, ৩১ ডিসেম্বর) সকাল ৯টায় আওয়ামী লীগ সরকারের হাতে নিহত হওয়া এক শিবির কর্মীর পিতা উদ্বোধন করেন এই সম্মেলন।

দীর্ঘদিন গুম থেকে ফিরে আসা নেতাকর্মীরাও তাদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরেন। গুম হওয়া ৫০০ নেতাকর্মীর ছয় জন এখনও ফিরে আসেনি বলে জানান বক্তারা। বলেন, 'বিগত সময়ে সর্বোচ্চ নির্যাতনের শিকার হওয়ার পরও একটুও দমে যায়নি শিবির। বরং চব্বিশের গণঅভ্যুত্থান সফল করতে অসংখ্য নেতাকর্মী শহীদ হওয়ার পরও ঢাল হয়ে দাঁড়িয়ে ছিল রাজপথে।'

সম্মেলন অংশ নেয়া সাড়ে ছয় হাজার সদস্যদের সামনে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল আলম বলেন, 'চব্বিশের বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই। প্রশাসনসহ বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে।'

আজ সদস্যদের সরাসরি ভোটে নতুন বছরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে কেন্দ্রীয় সদস্য সম্মেলন।

এসএস