রাজনীতি
0

জীবন দিয়ে হলেও হিন্দুদের পাশে থাকার ঘোষণা বিএনপি নেতার

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, জীবন দিয়ে হলেও হিন্দুদের পাশে থাকবে। তিনি বলেন, 'কোনো হিন্দু ভাইয়ের ক্ষতি হবে আর আমি বসে থাকব, এমন হাবিবের জন্ম হয়নি। আমার যদি মৃত্যুও হয়, তালার মাটিতে আমাকে কবর দেবেন।'

আজ (মঙ্গলবার, পহেলা অক্টোবর) বিকেলে সাতক্ষীরার পাটকেল ঘাটার একটি কমিউনিটি সেন্টারে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, 'আমরা হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সকলেই ভাই ভাই হিসেবে মিলেমিশে থাকতে চাই। তাই হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।'

তিনি বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজামণ্ডপ পাহারায় থাকবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আপনারা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করবেন।'

তিনি আরও বলেন, 'কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া যাবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।'

আমাকে ৭০ বছরের সাজা দেওয়া হয়েছিল। আমার কানাডার ভিসা ছিল, আমেরিকার ভিসা ছিল। দলের অনেকেই আমাকে বলেছিলেন বিদেশে চলে যেতে, আমি যাইনি। আমি পরীক্ষা দিতে এসেছি। আমি তালা-কলারোয়ার মানুষের সঙ্গে বেঈমানি করিনি। আজ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বাংলাদেশ এখন হাসিনামুক্তও বলে জানান তিনি।

তিনি বলেন, 'আওয়ামী লীগ যে চরিত্র দেখিয়েছে, সেই চরিত্র আমরা দেখাতে পারি না।'

সভায় তালা উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও নারায়ণ চন্দ্র মজুমদারের সঞ্চালনায় পূজা উদ্‌যাপন পরিষদের প্রতিটি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএ