নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে একথা জানিয়েছে সংস্থাটি।
অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, রাজনৈতিক অঙ্গনে কোনো বিভাজন থাকলে কমিশনের কিছুই করার নেই।
আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেলে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে ইউরোপীয় ইউনিয়নের ১০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে সংসদ নির্বাচনের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি’র নেতৃত্বে সুইডেন, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, ফ্রান্স ও জার্মানির মিশন প্রধানরা বৈঠকে উপস্থিত ছিলেন। এই ধরনের আলোচনার সুযোগ রাখার জন্য নির্বাচন কমিশনের প্রতি সন্তোষ প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত।
বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইইউ। ইসির অগ্রগতি সম্পর্কে তাদেরকে নিশ্চিত করা হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সময়ের মধ্যে ভোট করতে কমিশন বাধ্য বলেও জানান সিইসি।