এরমধ্যে গত ২০ নভেম্বর ৫৫৭টি, ২১ নভেম্বর ৬২২টি এবং বুধবার ৩৩১টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।
আগামীকাল (বৃহস্পতিবার) জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার শেষ দিন। তিনদিনে সর্বমোট চার কোটি ৫৩ লাখ টাকার ফরম বিক্রি হয়েছে।
আজ বুধবার (২২ নভেম্বর) এ তথ্য জানান জাপা চেয়ারম্যানের প্রেস উপদেষ্টা খন্দকার দেলোয়ার জালালী। তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো মনোনয়নপত্র বিক্রি ও গ্রহণ করা হবে। এবার জাতীয় পার্টির মনোনয়নপত্রের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।
জাপা নেতারা জানান, আগামী ২৪ নভেম্বর থেকে প্রতিদিন দু'টি বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে। ২৪ নভেম্বর রংপুর ও রাজশাহী বিভাগ, ২৫ নভেম্বর খুলনা ও বরিশাল বিভাগ, ২৬ নভেম্বর ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং ২৭ নভেম্বর চট্টগ্রাম ও সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সাক্ষাৎকার।




