আজ (বুধবার, ২৬ নভেম্বর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক আলোচনায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত রুদিগার লজ বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি নারী-পুরুষ নির্বিশেষে দেশের অভ্যন্তরীণ ভোটারদের পাশাপাশি বিদেশে বসবাসরত অনেক ভোটারের অংশগ্রহণকেও বোঝান।
‘বাংলাদেশে সবচেয়ে বড় ও গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ সালে। আশা করছি, একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে এখানে গণতন্ত্র ফিরবে। আমরা চাই, শান্তিপূর্ণ প্রচারণা ও ভায়োলেন্স ছাড়া যেন নাগরিকরা ভোট দিতে পারেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশ যে ক্ষমতার অপব্যবহার হয়েছে আইনের শাসন নিশ্চিত করতে তার বিচার জরুরি। তবে নীতিগতভাবে মৃত্যুদণ্ড সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন।’





