বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে, আশা জার্মান রাষ্ট্রদূতের

বক্তব্য রাখছেন জার্মান রাষ্ট্রদূত রুদিগার লজ
বক্তব্য রাখছেন জার্মান রাষ্ট্রদূত রুদিগার লজ | ছবি: এখন টিভি
0

জার্মান রাষ্ট্রদূত রুদিগার লজ আশা প্রকাশ করেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক হবে।

আজ (বুধবার, ২৬ নভেম্বর) ঢাকার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক আলোচনায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত রুদিগার লজ বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন বলতে তিনি নারী-পুরুষ নির্বিশেষে দেশের অভ্যন্তরীণ ভোটারদের পাশাপাশি বিদেশে বসবাসরত অনেক ভোটারের অংশগ্রহণকেও বোঝান।

‘বাংলাদেশে সবচেয়ে বড় ও গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ সালে। আশা করছি, একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এর মাধ্যমে এখানে গণতন্ত্র ফিরবে। আমরা চাই, শান্তিপূর্ণ প্রচারণা ও ভায়োলেন্স ছাড়া যেন নাগরিকরা ভোট দিতে পারেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যে ক্ষমতার অপব্যবহার হয়েছে আইনের শাসন নিশ্চিত করতে তার বিচার জরুরি। তবে নীতিগতভাবে মৃত্যুদণ্ড সমর্থন করে না ইউরোপীয় ইউনিয়ন।’

এএইচ