দলের জন্য ভোট চাইলে আচরণবিধি ভঙ্গ হবে না: ইসি আলমগীর

0

আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় এখন সরগরম। বিক্রি হচ্ছে কোটি কোটি টাকার মনোনয়ন ফরম।

সেই সাথে দলীয় কার্যালয়গুলোতে চলছে সম্ভাব্য প্রার্থী ও কর্মী সমর্থকদের উৎসবমুখর পদাচরণা। এই শোডাউন কিংবা মিছিল কি আচরণ বিধি লঙ্ঘন?

আজ বুধবার (২২ নভেম্বর) আগারগাঁওয়ের ইসি সচিবালয়ে নিজকক্ষে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, দলীয় কার্যালয়ের কার্যক্রম আচরণ বিধিমালার অন্তর্ভুক্ত নয়।

তিনি আরও বলেন, সামগ্রিকভাবে দলের জন্য ভোট চাইলে আচরণবিধি ভঙ্গ হবে না। তবে নির্দিষ্ট প্রার্থী কিংবা প্রতীকের জন্য ভোট চাওয়া আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।
নির্বাচন কমিশনার বলেন, অযৌক্তিক কারণে কাউকে বদলি করবো না। তবে যদি যৌক্তিক কোনো কারণ থাকে, অফিসার নিরপেক্ষ নন, তার আচরণ ও কাজে প্রমাণ হয়েছে, তখন বদলি করবো। যেমন জামালপুরের একজন জেলা প্রশাসককে আমরা বদলি করেছি, সে সময় সিডিউল ঘোষণা হয়নি। উনি একটি অনুষ্ঠানে একজন রাজনৈতিক দলের এমপির পক্ষে কথা বলেছেন। তখন তাকে বদলি করেছি।

তফসিল ঘোষণার পর থেকে ভোটের ফলাফল পর্যন্ত। নির্বাচনকালীন এই সময়ে কমিশনের অধীনস্থ কারা? কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, নির্বাহী বিভাগ কোনোভাবেই ইসির অধীনস্থ নয়। তবে তারা আইনানুযায়ী কমিশনকে সহায়তা করতে বাধ্য।

এদিকে ৩টি একক দেশ ও ৪ আন্তর্জাতিক সংস্থার অন্তর্ভুক্ত মোট ৩৪টি দেশকে ভোট পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এদের মধ্যে বিভিন্ন দেশের নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের স্থানীয় খরচ বহন করবে ইসি।