বাজার , কাঁচাবাজার
দেশে এখন
0

বাজারে শীতকালীন সবজির সরবরাহ শুরু হলেও দাম কমেনি

শীতকালীন সবজির সরবরাহ শুরু হলেও দাম কমছে না কাঁচা বাজারের। বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে বেশি দামে কিনতে হচ্ছে শাক-সবজি। অন্যদিকে টানা কয়েকদিনের নজরদারির ফলে কমেছে ডিমের দাম।

সব ধরনের নিত্যপণ্যে উচ্চমূল্যের কারণে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। উচ্চ থেকে নিম্নবিত্ত সবারই চাহিদার তালিকায় থাকে কাঁচা বাজার। তবে সেখানেও নেই স্বস্তি।

গত কয়েক দিনের তুলনায় কয়েকটি সবজির দাম কমলেও বাজারে এখনো বেশির ভাগ শাক সবজির দাম চড়া। এই যেমন বেগুনের দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়ে ১৪০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া অন্যান্য সবজিও প্রায় ১শ' থেকে দেড়শ' টাকা দরে বিক্রি হচ্ছে। তবে, কাঁচা মরিচ দাম আগের তুলনায় কমলেও বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়। ভোক্তারা বলছেন প্রায় সব সবজির দামই আগের তুলনায় বেড়েছে। ফলে চাহিদা থাকলেও সাধ্য মতে কেনা হচ্ছে না তাদের।

এদিকে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। আর এসব পণ্য খুব বেশি সতেজ না হলেও দাম আকাশ চুম্বি। এই যেমন শিম বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৪০ টাকায়। বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে বন্যা আর পর্যাপ্ত সরবরাহ না থাকায় খুব বেশি কমছে না এসব পণ্যের দাম। সরবরাহ বাড়লেই দাম স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন তারা।

কাঁচা বাজার নয় দাম বেড়েছে মাংসের বাজারেও। এই যেমন ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি। যা আগে ছিল ১৮০ থেকে ১৯০ টাকা। আর পাকিস্তানি মুরগির দাম ছুঁয়েছে ট্রিপল সেঞ্চুরিতে। আমিষের ঘাটতি যারা ডিম দিয়ে পূরণ করেন তাদের জন্য রয়েছে কিছুটা স্বস্তির খবর। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৪ থেকে ১৫০ যা কদিন আগেও ছিল ১৮০ থেকে ১৯০ টাকা। তবে, এখনও সরকার নির্ধারিত মূল্যে মিলছে না ডিম।

এছাড়া রুই, পাবদা, পাঙ্গাস এসব মাছের দাম কেজিতে ৩০-৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়।

ইএ