রমজানের শুরুতেই বেড়েছে ইফতার পণ্যের দাম

কাঁচাবাজার
বাজার
0

রমজানের শুরুতে কাঁচাবাজারে বেড়েছে ইফতার পণ্যের দাম। বাড়তি দরে বিক্রি হচ্ছে বেগুন, লেবু, শসা। একইভাবে বেড়েছে আমদানি করা ফলের দামও। বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তারা।

রমজানের প্রথম দিনেই চড়া দামে বিক্রি হচ্ছে ফল। সিলেটে সব ধরনের ফলের দাম বেড়েছে কেজিপ্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি মাল্টা বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকায়, তরমুজ প্রতি পিস বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়।

এছাড়া কালো আঙ্গুর ৪৮০ থেকে ৫০০ টাকা, সবুজ আঙ্গুর ৩৫০ থেকে ৪০০ টাকা এবং খেজুর মানভেদে ৩০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, গেল বছরের চেয়ে এবছর ফলের দাম অনেকটাই বাড়তি।

রোজার প্রথম দিন সকালে উত্তাপ ছড়াচ্ছে বরিশালের কাঁচাবাজার। মাত্র দু’দিনের ব্যবধানে বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে একশ' টাকা কেজি দরে।

একইভাবে শসা প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। এছাড়া ৫০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে লেবু। একই চিত্র দেখা যায় অন্যান্য বাজারেও।

ঊর্ধ্বমুখী ঝালকাঠির বাজারও। দুই দিন আগে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়, ২২০ টাকার রসুন বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। এছাড়া, ৫ টাকা বেড়ে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ টাকায়, ১০০টাকার আদা বিক্রি হচ্ছে ১১০ টাকায়। কেজিতে ১০ টাকা বেড়েছে ছোলার দামও।

এদিকে চাহিদা অনুযায়ী সরবরাহ থাকায় কলাপাড়ায় অপরিবর্তিত রয়েছে মাছের দাম। তবে এখনো ক্রেতাদের নাগালে বাইরে ইলিশ।

ক্রেতারা বলছেন, রোজায় প্রয়োজনীয় এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন নিয়মিত বাজার তদারকি।

ইএ