বাজার , কাঁচাবাজার
দেশে এখন
0

কুমিল্লার নিমসার বাজারে সবজির বেচাকেনা নেমেছে অর্ধেকে

চট্টগ্রাম অঞ্চলের অন্যতম বড় সবজির মোকাম কুমিল্লার নিমসার বাজারে বেচাকেনা নেমেছে অর্ধেকে। দূরপাল্লার পরিবহণ ব্যয় বেড়েছে দ্বিগুণ। এতে পণ্য সরবরাহ অনেকটাই কমেছে যে; যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার নিমসার বাজার। বগুড়া, নওগাঁ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার সবজি আসে এ বাজারে। প্রতিদিন এ পাইকারি বাজারটিতে ১৫ থেকে ২০ কোটি টাকা বেচাকেনা হয়।

রাতে শুরু হয়ে জমজমাট এ বাজার শেষ হয় সূর্য উঠার কিছুক্ষণ পর। এখানে পণ্য নিয়ে আসেন স্থানীয় কৃষকরা। খুচরা ব্যবসায়ীরা প্রয়োজনমতো সবজি নিয়ে ছোটেন গন্তব্যে। খুচরা বাজারে ক্রেতা সংকট থাকায় নিমসার বাজারে কমেছে পাইকারের সংখ্যা।

বর্ষায় এমনিতেই সরবরাহ কমে সবজির, তার সাথে যুক্ত হয়েছে নানা অজুহাত। বাজারে বাড়তি দামের অঙ্কটা গুনতে হচ্ছে ভোক্তাদেরই। খুচরো বাজারে মরিচ ৪০০ ও শসা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। এছাড়া ৬০ থেকে ১০০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে বেগুন, পটল, ঢ্যাঁড়স ও ধুন্দলের মত সবজি।

নিমসার ফলের মোকামও বেশ জমজমাট থাকে। প্রতিদিন এখানে ৩থেকে ৫কোটি টাকার মৌসুমি ফল বিক্রি হয়। কিন্তু বর্তমানে খুচরা পর্যায়ে ক্রেতা কমে যাওয়ায় পাইকারিতেও সুবিধায় নেই বিক্রেতারা।

ইএ