কুমিল্লায় যুবদল নেতা হত্যা: বিচার চাইলেন মির্জা ফখরুল

রাজনীতি
0

কুমিল্লায় যুবদলের নেতা হত্যার বিচার দাবি করে এ ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, 'সরকারকে নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে হবে।'

এসময় তিনি ছাত্রদের নতুন দল গঠনে স্বাগত জানিয়ে বলেন, 'সরকারে থেকে দল করলে মানুষ তা মেনে নেবে না।'

জনগণের ভালোবাসা নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় মন্তব্য করে মানুষের ভালোবাসা অর্জনে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

ইএ