বাজার , কাঁচাবাজার
দেশে এখন
0

হিলিতে বেড়েছে কাঁচা মরিচ ও ডিমের দাম

দিনাজপুরের হিলিতে হঠাৎ করে বেড়েছে কাঁচা মরিচ ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম বেড়েছে ৪০ টাকা আর প্রতি পিচ ডিমের দাম বেড়েছে ২ টাকা। কোরবানি ঈদের আগে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ক্রেতারা। তবে ব্যবসায়ীরা বলছেন তীব্র দাবদাহের কারণে কাঁচা মরিচের গাছ মরে যাওয়ায় উৎপাদন কমেছে আর চাহিদা বাড়ায় দাম বেড়েছে দাম। আর খুচরা ব্যাবসায়ীদের দাবি সিন্ডিকেটে বাড়ানো হয়েছে ডিমের দাম।

মঙ্গলবার (১৪ মে) হিলি বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহখানেক আগেও প্রতি কেজি কাঁচা মরিচ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। আর প্রতি পিচ ডিম ৯ টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১২ টাকা। দাম বাড়ায় নিয়মিত বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের।

এক ক্রেতা বলেন, হঠাৎ করে বাজারে এসে দেখি ডিম আর কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। কিনতে এসে বিপাকে পড়েছি অল্প পরিসরে কিনতে হলো।

হিলি বাজারের কাঁচামাল ব্যবসায়ী বিপ্লব বলেন, 'টানা তীব্র তাপপ্রবাহের কারণে মরিচের গাছ নষ্ট হবার হওয়ায় উৎপাদন কমেছে। আর বাজারে চাহিদা বাড়ায় তৈরি হয়েছে সংকট যার ফলে বেড়েছে দামও। দাম বাড়ার কারণে বিক্রিও অনেকটা কমেছে।'

ডিম বিক্রেতারা বলেন, বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ডিমের দাম বাড়িয়ে দিয়েছে। তারা ডিমের দাম বাড়ার যৌক্তিক কারণ দেখাতে পারছে না আমাদের। আমরা বেশি দামে কিনেছি তাই বেশি দামে বিক্রি করতেছি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় বলেন, 'অসাধু ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট করে দাম বাড়ানোর চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।'