মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২০ জুলাই ৬৩ বছর বয়সী শাফিনের ভার্জিনিয়ায় একটি কনসার্ট ছিল। কিন্তু হার্ট অ্যাটাক হলে অনুষ্ঠান বাতিল হয়। সেদিনই হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
তিনি ১৪ ফেব্রুয়ারি ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। শাফিন আহমেদ মাইলস ব্যান্ডের সদস্য ছিলেন।
তার মা সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম ও বাবা সুরকার কমল দাশগুপ্ত। ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। বড়ভাই হামিন আহমেদসহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন। পরে মাইলস ব্যান্ড গড়ে তোলেন।
ব্যান্ডটির ৯০ ভাগ গানই শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। তিনি কণ্ঠ দেয়ার পাশাপাশি ব্যান্ডটির বেজ গিটারও বাজাতেন। তবে ২০১০ সালে মাইলস ছেড়ে তিনি 'রিদম অব লাইফ' নামে একটি নতুন ব্যান্ডদল তৈরি করেন।
শাফিন আহমেদের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে 'ফিরিয়ে দাও হারানো প্রেম', 'আজ জন্মদিন তোমার’, 'চাঁদ তারা সূর্য', 'জ্বালা জ্বালা অন্তরে', 'হ্যালো ঢাকা' কিংবা 'ফিরে এলে না'।