‘জাটকা ধরা বন্ধ হলে ইলিশের উৎপাদন বাড়বে’

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ খাওয়া বাঙালি সংস্কৃতির অংশ নয় | এখন
0

জাটকা ধরা বন্ধ হলে ইলিশের উৎপাদন বাড়বে, সেইসঙ্গে ইলিশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ (মঙ্গলবার, ৮ এপ্রিল) দুপুরে বরিশালের বেল্সপার্কে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহের’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এরইমধ্যে দিয়ে আজ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সারাদেশে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু হল। জনসচেতনতা তৈরি করে জাটকা সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন কয়েক গুণ বাড়বে বলছেন উপদেষ্টা।

এছাড়া উৎপাদন বাড়লে বাজারে প্রভাব পড়বে ফলে দাম নিয়ন্ত্রণে আসবে বলেও জানান তিনি। পরে বরিশালের কির্তনখোলা নদীতে বর্ণাঢ্য নৌ র‍্যালিতে অংশ নেন উপদেষ্টা ফরিদা আখতারসহ অনেকে।

এদিকে সোমবার (৭ এপ্রিল) সচিবালয়ে ৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ মনে করিয়ে দিয়ে উপদেষ্টা বলেন, ‘এসময় ইলিশ খাওয়া মানে আইন লঙ্ঘন করে জাটকা খাওয়া।’

ইএ