তিনি বলেন, 'পহেলা বৈশাখে পান্তার সাথে ইলিশ খাওয়ার অপসংস্কৃতি বন্ধ করা উচিত। কেননা, এটা বাঙালি সংস্কৃতি নয়।'
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, 'প্রবাসীদের জন্য প্রথমবারের মতো সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ইলিশ রপ্তানির উদ্যোগ নিয়েছে সরকার।'
ঘোষিত জাটকা সপ্তাহে দেশের ২০টি জেলায় জাটকা ধরা, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় নিষেধাজ্ঞা দেয়া হয়। জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, বরিশাল, ভোলা, পটুয়াখালী। এছাড়া, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বাগেরহাট, সিরাজগনঞ্জেও এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এ বছর জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হবে মঙ্গলবার বরিশালে। এছাড়া আইন সংশোধন করে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন বঙ্গোপসাগরে সবধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
জেলেদের এই সময়ে ভিজিএফের চাল বিতরণের কর্মসূচিও রয়েছে সরকারের।