এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু | Ekhon Tv
0

এক ঘণ্টা বন্ধ থাকার পর আবহাওয়া স্বাভাবিক হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল (রোববার, ৬ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের এজিএম আবদুস সালাম।

এর আগে, প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রাত সাড়ে ১০টা থেকে সকল ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, রাতে নদী এলাকায় দমকা হাওয়াসহ প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হয়। এতে ফেরি চলাচলে নিরাপত্তা ঝুঁকি দেখা দেয়। যাত্রী এবং যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে রাত সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এজিএম আবদুস সালাম বলেন, ‘ঝড়ো বাতাসের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এ নৌরুটে ছোট বড় ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।’

এএইচ