বিমসটেক সম্মেলন: ব্যাংককে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

0

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংককে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ৩ এপ্রিল) দুপুরে ব্যাংককের সুবর্ণ ভূমি বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

এর আগে আজ সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট যোগে তিনি রওনা হন।

শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আগে তরুণদের নিয়ে আয়োজিত 'ইয়াং জেনারেশন ফোরামে' কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। এদিকে আজ সম্মেলনের দ্বিতীয় দিনে মন্ত্রীপর্যায়ের সভায় অংশ নিবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা। তিনদিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে বুধবার (২ এপ্রিল) ২৫তম সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ থেকে অংশ নেয় পাঁচ সদস্যদের প্রতিনিধি দল।

ইএ