দিনব্যাপী আলেচনায় উঠে আসে সদস্য দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, যোগাযোগ মহাপরিকল্পনা বাস্তবায়ন, জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা, দারিদ্র্য দূরীকরণ, কৃষি, সংস্কৃতি ও পর্যটনের বিকাশসহ আঞ্চলিক সহযোগিতার নানা অগ্রগতি।
সম্মেলনের দ্বিতীয়দিন মন্ত্রীপর্যায়ের সভায় অংশ নিবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে থাইল্যান্ড পৌঁছাবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার আগে এক অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা।
বিমসটেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনে সদস্যরাষ্ট্রসমূহের মধ্যে মেরিটাইম ট্রান্সপোর্ট কোপারেশন, চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।