'বাংলাদেশ-চীন সম্পর্ক একটি যুগান্তকারী জায়গায় পৌঁছাবে'

দেশে এখন
0

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি যুগান্তকারী জায়গায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। গতকাল (বুধবার, ২৬ মার্চ) সম্মেলনস্থলে পৌঁছানোর পর তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, 'আগামী দশ বছরে চীন হতে যাচ্ছে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশ। তাই দেশটির সাথে বাংলাদেশের আন্তঃযোগাযোগ আরও দৃঢ় করতে চান প্রধান উপদেষ্টা।'

চীনের বোয়াও সম্মেলনে তিনি শতাধিক বিনিয়োগকারীর সাথে বৈঠক করবেন জানান প্রেস সচিব।

তিনি বলেন, 'চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে মিটিংয়ে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক আরও কতটা গভীর করা যায়, আমরা আশা করছি যে সে বিষয়ে অনেক আলাপ হবে। অনেক বিষয় আছে, অনেক অনেক প্রজেক্ট নিয়ে কথা হবে।'

শফিকুল আলম বলেন, 'আমরা চীন থেকে অনেক সাপোর্ট চাচ্ছি, অনেক বিষয়ে চীন আমাদের উন্নয়ন পার্টনার। আমরা চাই চীনের সাথে আমাদের সম্পর্কটা আরও নতুন উচ্চতায় উঠুক। সে অনুযায়ী বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের যে গভীরতা, সেটাকে আরও কতদূর এগিয়ে নেয়া যায় সেগুলো নিয়ে আলাপ হবে।'

এসএস