এবার রোজায় অন্য সময়ের মতোই ঈদ বাজারে চোখে পড়ার মতো ভিড়। কেবল নতুন পোশাক নয়, পছন্দের প্রসাধনীর ব্যবহারে নিজেকে নতুন করে সাজিয়ে নিতেও আগ্রহী ক্রেতারা।
শিশু থেকে শুরু করে নারীদের হাতে মেহেদির নকশায় পূর্ণতা পায় ঈদের আনন্দ। পোশাকের সঙ্গে হাতভর্তি মেহেদি থাকলে ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়। তাই পোশাকের সঙ্গে প্রসাধনীর দোকানে বাড়ছে ক্রেতা সমাগম।
ফরিদপুরের নিউ মার্কেট, চকবাজারসহ নয়টি উপজেলার হাট-বাজারগুলোতেও একই চিত্র। ঈদ উপলক্ষে বাজারে এবার দেশিয় পণ্যের চাহিদা সবচেয়ে বেশি।
ক্রেতাদের একজন বলেন, ‘কয়েকদিন পর থেকে ভিড় বাড়বে তাই এখনই এসে নেয়া।’
এদিকে শহরের সকল বিপণিবিতানের ক্রেতাদের কথা চিন্তা করে আনা হয়েছে নানা ডিজাইনের পোশাকের কালেকশন। এছাড়া রমজানের মাঝামাঝিতে এসে ঈদের কেনাকাটার সঙ্গে চাহিদা বাড়ছে প্রসাধনীর বলছেন ব্যবসায়ীরা।
বিক্রেতাদের একজন বলেন, ‘দেশি পণ্যের চাহিদা অনেক ভালো। বাহিরের পণ্য একটু কম চলছে এখন।’
ফরিদপুরের জেলায় বিভিন্ন মার্কেটে ছোট-বড় মিলিয়ে রয়েছে শতাধিক প্রসাধনীর দোকান। প্রতিদিনই এখানে আশপাশের জেলা থেকে ভিড় করেন ক্রেতারা।