রেলে ঈদ যাত্রা শুরু, বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বসিত যাত্রীরা

দেশে এখন
0

শুরু হয়েছে রেলে ঈদ যাত্রা। বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বসিত যাত্রীরা। এদিন প্রায় সব ট্রেন সময়মত ছাড়লেও আন্তঃনগর এগারো সিন্দুর প্রভাতী ও বুড়িমারি এক্সপ্রেস বিলম্ব করে দেড় ঘণ্টা পর্যন্ত। স্টেশন ম্যানেজার বলছে, ইঞ্জিন সংকট ও গোলযোগের কারণে এমন বিলম্ব।

প্রকৃতি তখনও চোখ মেলেনি। কমলাপুরের প্লাটফর্মে সূর্যের আলো পৌঁছানোর আগেই হাজির উত্তরের যাত্রীরা। ভোর ৬টায় রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসের ঢাকা ছাড়ার মধ্য দিয়ে শুরু হয় ১ম দিনের রেলের ঈদ যাত্রা।

সকালের পর সময়ের সাথে বাড়তে থাকে যাত্রী চাপ। ছোটাছুটি আর কোলাহল বাড়ে দুপুর থেকে। পরিবার, প্রিয়জন নিয়ে সম্পর্কের টানে যাত্রা। ফেরার আনন্দে উচ্ছ্বসিত যাত্রীরা। তবে অভিযোগ ওঠে বগির ভেতরের অপরিষ্কার পরিবেশ নিয়ে।

সকাল থেকে সব ট্রেন সময়মত ছেড়ে গেলেও কিশোরগঞ্জগামী এগারো সিন্দুর প্রভাতী ছেড়েছে ১ ঘণ্টা বিলম্বে। আর লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস বিলম্ব করে দেড় ঘণ্টা। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার বলছে, ইঞ্জিন সংকট ও গোলযোগের কারণে এমন বিলম্ব। বিলম্ব ঠেকাতে সর্বোচ্চ চেষ্টার আশ্বাস তার।

সোমবার ৪৩টি আন্তঃনগর ও ২৫টি মেইল কমিউটার ঢাকা ছাড়বে। শুরু হয়েছে ফেরত যাত্রার ৩ তারিখের আগাম টিকিট বিক্রি।

অনলাইনে টিকিট কাটার লড়াইয়ে হেরে যাওয়া যাত্রীদের যেতে হচ্ছে স্ট্যান্ডিং টিকিট কেটে। এমন প্রতিটি আন্তঃনগর ট্রেনেই মিলছে যাত্রার ২ ঘণ্টা আগে টিকিট কেটে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ। তবে দাঁড়িয়ে হোক কিংবা বসে, ঈদ যাত্রায় বাড়ি ফেরাটাই যেখানে মুখ্য। প্রত্যাশা, নির্বিঘ্নে ঈদ আনন্দে শামিল হওয়া।

এএইচ