পূর্ব রামপুরার ডিআইটি রোড একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড

কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতির শংকা

দেশে এখন
0

রাজধানীর পূর্ব রামপুরায় ডিআইটি রোড সংলগ্ন ফার্নিচারের দোকান, গ্যারেজে অবস্থানরত সিএনজি, চায়ের দোকানসহ বেশ ক'টি ব্যবসা প্রতিষ্ঠান আগুন লেগে পুরে গেছে। সোমবার ভোর ৫টা থেকে সাড়ে ৫টা নাগাদ ঘটে এ আগুন লাগার ঘটনা। এক ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিসের ছটি ইউনিট নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আগুনকে। তবে আগুন লাগার সূত্রপাত জানা যায়নি।

ভোরের আলো ফুটে ওঠার আগেই রাজধানীর রামপুরায় হঠাৎ অগ্নিকাণ্ড। রমজান মাস হওয়ায় সেহেরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমাতে যান সবাই। ভোর সোয়া ৫টা নাগাদ আগুন লাগলে দুএকজনের ডাকাডাকিতে বের হয়ে আসতে থাকেন অনেকে। কয়েকজন চেষ্টা করলেও পানির স্বল্পতায় সাথে সাথে নেভানো সম্ভব হয়নি আগুন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুতই দুর্ঘটনাস্থলে আসেন তারা।

রাস্তার পাশে ফার্নিচার ও চায়ের দোকান এবং গ্যারেজে থাকা প্রায় ৩০টি সিএনজি পুড়ে যায় আগুনে। পাশের ভবনের তিন তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। ফার্নিচারের দোকান ও সিএনজির মালিকরা, কয়েক কোটি টাকা ক্ষতি হওয়ার কথা জানান।

ফায়ার সার্ভিস জানায়, আশপাশের কোথাও তেমন কোনো পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের। তবে আগুনের সূত্রপাত কিভাবে তা প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এএইচ