তোপখানা রোডে উদীচী কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে

উদীচীর কার্যালয়ে আগুন
উদীচীর কার্যালয়ে আগুন | ছবি: সংগৃহীত
0

রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) সন্ধ্যায় লাগা আগুন রাত ৮টা ১৩ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৭টা ৪২ মিনিটের দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ৭টা ৪৭ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত ৮টা ১৩ মিনিট ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এএইচ