আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আজ (শনিবার, ২২ মার্চ) বিক্ষোভ কর্মসূচি করেছে জুলাই ওয়ারিয়র্স।
জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ বিক্ষোভে অংশ নিয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি করেন।
জুলাই আন্দোলনে আহতদের একজন বলেন, ‘আমরা মরে যায়নি। আমরা বেঁচে থাকা অবস্থায় আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিবো না।’
আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয় জুলাই ওয়ারিয়র্স।