গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর ও বেপরোয়া হামলার প্রতিবাদে সোচ্চার পুরো দেশ। ক্ষোভে ফুঁসে উঠেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় করা হয়েছে বিক্ষোভ।
জুমার পর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে করে হেফাজতে ইসলাম। নেতারা বলেন, নতুন বাংলাদেশে কোনো দেশ আধিপত্য বিস্তার করতে চাইলে কঠোরভাবে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন হেফাজতে ইসলামের নেতারা।
একই সময়ে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের গেটে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম। একই সময়ে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এনসিপিও। আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে ইসরাইলকে আদালতের মুখোমুখি করতে ড. ইউনুসের দৃষ্টি আকর্ষণ করে আন্দোলনকারীরা।
গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে সিলেটে প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন। এ ছাড়া সব ধরনের ইসরাইলি পণ্য বয়কটের দাবি জানান তৌহিদী জনতা।
এদিকে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিম নিপীড়নের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্রশিবির।
একই দাবিতে কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সংগঠন। এসময় ইসরাইলের বর্বরতা ও তাদের সহযোগী সাম্রাজ্যবাদী শক্তির প্রতি তীব্র নিন্দা জানান আন্দোলনকারীরা।