দুপুর ২টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে দেখতে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পৌঁছান নাহিদ ইসলাম।
এ সময় শিক্ষার্থীর পরিবার ও চিকিৎসকদের সাথে কথা বলেন। এমন ঘটনা প্রতিরোধে পুলিশ ও প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বিকেল ৩টায় সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সাথে মতবিনিময়ে অংশ নেন এনসিপির আহ্বায়ক।
পরে, পটুয়াখালীর সার্কিট হাউজে সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এরপর জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে বরিশালে যাওয়ার কথা রয়েছে তার।