পটুয়াখালীতে শহীদের মেয়েকে ধর্ষণ: অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জাতীয় নাগরিক কমিটির

এখন জনপদে
দেশে এখন
0

পটুয়াখালীতে জুলাই আন্দোলনের শহীদের মেয়েকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সিফাতকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (বৃহস্পতিবার, ২০ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর পড়াশোনা, চিকিৎসা ও আইনি বিষয়ে সব ধরনের সহায়তা দেবে এনসিপি।

দুপুর ২টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে দেখতে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পৌঁছান নাহিদ ইসলাম।

এ সময় শিক্ষার্থীর পরিবার ও চিকিৎসকদের সাথে কথা বলেন। এমন ঘটনা প্রতিরোধে পুলিশ ও প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিকেল ৩টায় সেখান থেকে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সাথে মতবিনিময়ে অংশ নেন এনসিপির আহ্বায়ক।

পরে, পটুয়াখালীর সার্কিট হাউজে সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এরপর জুলাই আন্দোলনে শহীদদের কবর জিয়ারত শেষে বরিশালে যাওয়ার কথা রয়েছে তার।

ইএ