সংখ্যালঘু নিরাপত্তায় বাংলাদেশের পদক্ষেপকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র

দেশে এখন
0

সংখ্যালঘুদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বুধবার (১৯ মার্চ) সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, বিশ্বের যেকোনো দেশে সংখ্যালঘুদের প্রতি সহিংসতা কিংবা অসহিষ্ণুতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।

ঢাকার পরিস্থিতি পর্যবেক্ষেণ করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের আশা, ভবিষ্যতেও বাংলাদেশ এমন পদক্ষেপ অব্যাহত রাখবে।

এর আগে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা সংখ্যালঘু নির্যাতন, নিপীড়ন ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তুলসী গ্যাবার্ড। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে বিবৃতি প্রকাশ করে প্রধান উপদেষ্টার কার্যালয়।

ইএ