ঢাকার পরিস্থিতি পর্যবেক্ষেণ করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের আশা, ভবিষ্যতেও বাংলাদেশ এমন পদক্ষেপ অব্যাহত রাখবে।
এর আগে বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা সংখ্যালঘু নির্যাতন, নিপীড়ন ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তুলসী গ্যাবার্ড। তবে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধানের বক্তব্যকে বিভ্রান্তিকর বলে বিবৃতি প্রকাশ করে প্রধান উপদেষ্টার কার্যালয়।