আজ (শনিবার, ১৫ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার জুলাই আন্দোলন নিয়ে রচিত, জুলাই: মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিয়ে ৭১ সালে পরবর্তী সময়ে যে সুযোগ নষ্ট হয়েছে সেটা এবার নষ্ট না করতে তরুণদের প্রতি আহ্বান জানান আসিফ নজরুল।
এসময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'আগামীতে যেন আর কোন স্বৈরশাসক না আসতে পারে সেভাবে রাষ্ট্র কাঠামো ঠিক করতে হবে।' একইসাথে গণতন্ত্রের এই আন্দোলন আগামীতে অব্যাহত রাখার আহ্বান জানান নাহিদ ইসলাম।
এদিন, নিজের রচিত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, 'জুলাইয়ের পূর্ণতা তখনই পাবে যখন সবার আত্মত্যাগের ঘটনা সামনে আসবে।'
তিনি আরো বলেন, 'এই অভ্যুত্থান তখনই সার্থক হবে যখন এর সুফল সর্বসাধারণ ভোগ করতে পারবে। দীর্ঘমেয়াদি সংস্কার না হলে আবার কোন স্বৈরশাসক ফেরার শঙ্কা প্রকাশ করেন আসিফ মাহমুদ সজিব ভূইঁয়া।'