আছিয়া হত্যার বিচারসহ ৫ দফা দাবি জামায়াত মহিলা বিভাগের

.
দেশে এখন
0

এক সপ্তাহের মধ্যে শিশু আছিয়া হত্যার বিচারসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। আজ (শনিবার, ১৫ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। এসময় বক্তারা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকারের কাছে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করতে দাবি জানান।

বক্তারা সমাজে একটি নারী ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, নারীর সম্মান প্রতিষ্ঠায় নারী-পুরুষ সবাইকে এক সাথে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দিকা বলেন, ‘আমরা আছিয়ার করুণ মৃত্যুর এ ঘটনায় তীব্র প্রতিবাদ করছি এবং সরকারের কাছে দ্রুত আইন অনুযায়ী বিচারের দাবি জানাচ্ছি।’

এসএইচ