ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় পরিদর্শনে গুতেরেস

আসিফ হোসেন
.
দেশে এখন
0

চারদিনের সফরে তৃতীয় দিনের কর্মসূচি হিসেবে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় পরিদর্শন করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ (শনিবার, ১৫ মার্চ) সকালে তিনি কার্যালয় উদ্বোধন শেষে তিনি পুরোটি পরিদর্শন করেন।

এ সময় তিনি অফিস প্রাঙ্গণ পরিদর্শন করেন এবং জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্রী প্রদর্শনী ঘুরে দেখেন। এছাড়া সেখানে তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

পরিদর্শনের সময় তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, ঢাকাস্থ জাতিসংঘ অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন অতিথি উপস্থিত ছিলেন। এ সময় মহাসচিব পুরো কার্যালয় ঘুরে দেখেন।

এর আগে অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘ আবাসিক কার্যালয়ে কর্মরতদের (বাংলাদেশ কান্ট্রি টিম) সঙ্গে একটি বৈঠক করেন।

এএইচ