তথ্য শুধু সংখ্যা নয়। সঠিক তথ্যের মাধ্যমে পরিকল্পনা ও নীতি বাস্তবায়ন সহজ হয় বলে মনে করেন এসডিজির মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। আজ (বুধবার, ১২ মার্চ) পরিসংখ্যান ব্যুরোর এসডিজি ট্রাকারের সবশেষ সংস্করণের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ পাওয়া গেছে সেখানে যোগ্যতা, সমতা ও সমবন্টনের মাধ্যমে এসডিজি লক্ষ্য পূরণের চেষ্টা করা হচ্ছে।’
যেখানে কেউ পিছিয়ে থাকবে না। এছাড়া দারিদ্র দূরীকরণ, কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে বেকারত্ব হ্রাসসহ কয়েকটি ক্ষেত্রে সূচক শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার।
এদিকে, জাতিসংঘের এসডিজি বিষয়ক সম্মেলনে তৃতীয়বারের মত নতুন কাঠামো নিয়ে বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে বলে জানান লামিয়া মোরশেদ।