নারী ও শিশুর প্রতি সহিংসতা: দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত

নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত | এখন
0

সারাদেশে চলমান নারী নির্যাতনের প্রতিবাদ ও শিশু ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আজও বিভিন্ন স্থানে নিপীড়ন বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দাবি আদায়ে শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ (মঙ্গলবার, ১১ মার্চ) দুপুরে আন্দোলনে নামেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতো আন্দোলনের অংশ হিসেবে প্রতীকী ফাঁসি কার্যকর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ সময়ে একজন ধর্ষককে ঝুলিয়ে রাখা হয়। এ কর্মসূচি থেকে ধর্ষকের দ্রুত বিচার ও নারীর নিরাপত্তার দাবি জানান শিক্ষার্থীরা। নিপীড়নবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহে টাউন হল মোড়ে আন্দোলনে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় তারা নিপীড়ন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একই দাবিতে সকাল থেকে মাগুরাতেও সোচ্চার শিক্ষার্থীরা। সকাল থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনের

সড়কে অবস্থান নিয়ে ধর্ষকের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। দেশব্যাপী নারী ও শিশুদের নির্যাতন, খুন ও ধর্ষণের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুন, ধর্ষণ ও নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা।

ইএ